শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু, উপজেলা সমাজেসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম।
আরও পড়ুন : কাঠালিয়ায় ঝুঁকিপুর্ন ভোট কেন্দ্র স্থানান্তরের দাবী
বক্তব্য রাখেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান প্রমূখ।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং রিসোর্স ডেভেল পয়েন্ট ফাউন্ডেশন (আর ডি এফ) এর সহযোগীতায় কমব্যাটিং আরলি ম্যাজিক ইন বাংলাদেশ (সিইএমবি) প্রজেক্ট এর আওতায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি এর আয়োজন করে।