রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলার পর আতঙ্কে রয়েছে ইসরাইল। ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরাইলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, শনিবার (১৩ এপ্রিল) ভোর থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সারাদেশে সবদিক থেকেই উচ্চ সতর্কতায় রয়েছে।
এদিকে সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত কি নিয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে, যেকোনো হামলা মোকাবিলায় নেতানিয়াহু বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।