শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের বাড়ি ঈদের উপহার পৌছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কাঠালিয়া ফাউন্ডেশন। ঈদের আগমনে উপলক্ষে উপজেলা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের এ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়। সংগঠনটির যুগ্ম আহবায়ক নুর আলম রিফাত নিজ হাতে ওই সব মানুষের বাড়িতে গিয়ে এ উপহার সামগ্রী পৌছে দেয়।
সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকে উপজেলায় বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। এর আগে করোনাকালীন সময়ে তারা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌছে দেয়।