শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার “শৌলজালিয়া রক্তের বন্ধন” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন “শৌলজালিয়া রক্তের বন্ধন” সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ, উপদ্রেষ্টা মো. আসাদুজজ্জামান জুয়েল, মো. এনায়েত হোসেন (শাহিনুর), মোঃ আইনুল হক, মোঃ সাইদুর রহমান, মোঃ ওলিউর রহমান, প্রধান সমন্বয়কারী আবুল হায়াত নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার রুমন, সাধারন সম্পাদক তানবিন হোসেন আলিফসহ সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এইচএসসি পরীক্ষার্থীরা।
আরও পড়ুন : কাঠালিয়ায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আল আমিন সিকদার ও সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুবেল হোসেন । অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে কিছু পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।