সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. আল-মামুন (৩৮)কে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
গতকাল (৩০মার্চ) বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরজানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল-মামুন উপজেলার উত্তর সাউথপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে রাতেই মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন মামুনকে পুলিশে সোপর্দ করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র্যাবের করা মামলায় আজ (৩১মার্চ) বৃহস্পতিবার দুপুরে আল-মামুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।