মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বার্তা ডেস্ক:

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনকে কেন্দ্র করে অবাধ,সুষ্ঠু  ও নিরপক্ষ করতে শহরে এবং কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃংখলাবাহিনী মোতায়েন করা হয়। উল্লেখ্য, এবারই প্রথম ভান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। ভাণ্ডারিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯  হাজার ৬শত ২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana