বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক গাউছিয়া পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে : জেলা প্রশাসক মো. জোহর আলী

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক গাউছিয়া পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে : জেলা প্রশাসক মো. জোহর আলী

নিজস্ব প্রতিবেদক :

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠির পাঠক প্রিয় পত্রিকা দৈনিক গাউছিয়া’র নবযাত্রার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।

দৈনিক গাউছিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মু. মুনিরুল ইসলাম তালুকদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন,‘ স্থানীয় সমস্যা সম্ভাবনা তুলে ধরার জন্য স্থানীয় পত্রিকার ভুমিকা অনেক।

গঠন মুলক বস্তুনিষ্ঠ ও স্থানীয় উন্নয়ন মূলক সংবাদ এই পত্রিকার মাধ্যমে তুলে ধরতে হবে। যেটা দৈনিক গাউছিয়া গত এক বছর ধরে করে আসছে। দৈনিক গাউছিয়া পত্রিকা প্রিন্টের পাশাপাশি সোশাল মিডিয়াতেও সরব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক গাউছিয়া পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই পত্রিকাটির সাথে জড়িত সকলের ধন্যবাদ। দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্কাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক কেএম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, সাংবাদিক আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বাবুল, পৌর কাউন্সিলর হুমাউন কবির সাগড়, ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক, সেতু যুব সমিতির সভাপতি জয়ন্ত সাহা, মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ডেন্টিস্ট এস.এম. নুরুজ্জামান, ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল বরণ হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অসীত রবন সাহা, পাবলিক হরিসভা মন্দির পরিচালনা কমিটির গৌতম সরকার বাবু, সুভাষ বিশ^াস, সমীর মিত্র। এসময় সকলে দৈনিক গাউছিয়া পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে। পরে অতিথিদের নিয়ে প্রথম বর্ষপূর্তির কেক কাটা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana