বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

প্রেমের ফাঁদে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

প্রেমের ফাঁদে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

অনলাইন ডেস্ক:

বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালিন বাজার এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে ১০ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বরগুনার আয়লাপাতাকাটা ইউনিয়নের বৈকালিন গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত রাব্বি (২০) মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় গ্রামীবাসী তাকে আটক করে এবং ৯৯৯ নম্বরে কল করে তাকে পুলিশে দিয়েছে।

জানা গেছে, রাব্বির সাথে ভিকটিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সে নানাবাড়িতে বেড়াতে আসে। তার বেড়াতে আসার খবর জানতে পেরে রাত ৩টার দিকে মুঠোফোনে কল করে বাইরে আসতে বলে রাব্বি। রাব্বির কথায় সরল বিশ্বাসে ঘরের বাইরে এসে কথা বলে ফিরে যাওয়ার সময় অভিযুক্ত রাব্বি তাকে ধর্ষণ করে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় আজ বরগুনা থানায় মামলা দায়ের করা হয়েছে। ৯৯৯ থেকে ফোন পেয়ে এসআই দিবাকরের নেতৃত্বে অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana