মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
নানা আয়োজনে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবাবেব প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আমিনুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এজিএম মোঃ সরোয়ার হোসেন সিকদার প্রমূখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বীমা উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বঙ্গবন্ধু মুজিব ১৯৬০ সানের ১লা মার্চ একটি বীমা কোম্পানিতে যোগ দেন এবং সেই দিনটিকে স্মরণীয় করতে, বর্তমান সরকার পহেলা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ বীমা দিবস পালিত হয়।