ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ মার্চ) ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে ওই কিশোরীর নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। কিশোরীর দিনমজুর বাবা-মা কাজে বের হলে দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাকপ্রতিবন্ধীর বাবা ঝালকাঠি সদর থানা পুলিশকে জানায়।
পুলিশ অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে। অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের ও শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com