মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ভাস্কর শিল্পীকে কুপিয়েছে মাদকসেবীরা : ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্টাটাস

ঝালকাঠিতে ভাস্কর শিল্পীকে কুপিয়েছে মাদকসেবীরা : ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্টাটাস

ঝালকাঠি প্রতিনিধিঃ

ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্টাটাস দেওয়ায় ঝালকাঠিতে আতিকুল ইসলাম (৩৮) নামে এক ভাস্কর শিল্পীকে মাদকসেবীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শহরের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আতিকুল ইসলাম অভিযোগ করেন, গত ৩০ আগস্ট শহরের আমতলা এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন তিনি। এর পরে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করে। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়। বুধবার রাত ১২টার দিকে শহরের মিনিপার্ক এলাকা থেকে মোটরসাইকেল আমতলা সড়কের বাসার সামনে আসলে অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।

তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। তিনি দাবি করছেন, ফেসবুকে স্টাটাস দেওয়ায় মাদকসেবীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana