সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে পর্যটন বিদস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আনুষ্ঠিত হয় আলোচনাসভা।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিনেরে সভাপতিতেত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরিুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সৌন্দয্য মন্ডিত ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ১৩টি পর্যটন স্পর্ট চিহ্নিত করা হয়েছে এবং স্পর্টগুলির জন্য আর্থিক সংস্থান অনুকুলে বরাদ্দপ্রাপ্তির সাথে এর উন্নয়নের কাজ শুরু হবে। কাঠালিয়া উপজেলার আকর্ষনিয় শৈলার চরে ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে ২৬ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। এছাড়া ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট, কৃত্তিপাশা জমিদারবাড়ি, কাঠালিয়া শৌলাযালিয়া বিষখালি নদীর উপর গড়ে ওঠা বিশাল চড়ে পাখিদের অভয়ারণ্য স্পর্ট ইত্যাদি ও নলছিটির রায়াপুরে পুরাতন নিদর্শন শাহ সুজা মসজিদ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana