বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
করোনার মহাসংকট ও লকডাউনের কারণে অসহায় ও কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠি সিটিক্লাব ও পাঠাগার।
শনিবার (৩১ জুলাই) দুপুরে সিটিক্লাব কার্যালয়ে শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, পিয়াজ, আলু বিতরণ করা হয়। এ সময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো. শাহআলম, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, সংগঠনের প্রধান উপদেষ্টা ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাসিদ্দিকুর রহমান ও সিটি ক্লাবের দাতা সদস্য অসীমাঞ্জলী ফাউন্ডেশন চেয়ারম্যান, অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হক বাপ্পি এবং উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা’রা এবং সকল সদস্য ‘র ও শুভাকাঙ্ক্ষীগন।
সিটিক্লাব ও পাঠাগারের সভাপতি আব্দুস সালাম তালুকদার চুন্নু জানান, সব সময় এই সংগঠনটি সমাজের অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃখ ও কষ্ঠ লাগবে কাজ করে আসছে। তারই দারাবাহিকতায় আজকে শতাধিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।