মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা

ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির চার নদীর মোহনায় গড়ে ওঠা ইকোপার্ক দখদারদের হাত থেকে রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা করা হয়েছে। বুধবার সকাল সারে ১১টায় ঝালকাঠি প্রথম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করা হয়। ঝালকাঠি ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির পক্ষে শহরের চারজন নাগরিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিবাদী করা হয় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌরসভার মেয়র মো. লিয়াকত ও তাঁর ছেলে মনিরুল ইসলাম তালুকদারসহ ১৬ জনকে। আদালতের বিচারক মো. হুমায়ুন কবির মামলাটি গ্রহণ করে আগামী ২৮ নভেম্বর শুনানীর দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর মোহনায় জেগে ওঠা চরের ৯০ একর খাস জমিতে ২০০২ সালে ইকোপার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ২০০৭Ñ০৮ অর্থবছরে প্রকল্পের জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই সময় বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা। একটি ভূমিগ্রাসী চক্র প্রকল্প এলাকার প্রায় ৯০ একর জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালতের নিষেধাজ্ঞায় থমকে যায় ইকোপার্কের কার্যক্রম। সম্প্রতি ওই চক্রটির পক্ষে আদালত রায় দিলে ক্ষুব্দ হয় ঝালকাঠির সর্বস্তরের মানুষ। তাঁরা ইকোপার্ক রক্ষায় আন্দোলনের ঘোষণা দেন। ইকোপার্ক রক্ষায় একটি কমিটিও করা হয়।
ওই কমিটির উদ্যোগে মানববন্ধন, লিফলেট বিতরণ, প্রচারণা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মামলায় ভূমি খেকোদের হাত থেকে ইকোপার্ক রক্ষার দাবি জানানো হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী সাকিনা আলম লিজা বলেন,‘ ইকোপার্ক ঝালকাঠির ফুসফুস এটা রক্ষায় জেলা শহরের অনেকে এগিয়ে এসেছে। জনস্বাক্ষে ইকোপার্ক রক্ষা ঝালকাঠি প্রথম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana