শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে জনসাধারনের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ফায়ারসার্ভিস মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এহসান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান, জেলা বণিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।
এসময় আদালতে ও বিভিন্ন কাজে ঝালকাঠি শহরে আগন্তুক কয়েকশত লোকের মাঝে কর্মকর্তা এবং অতিথিবৃন্দ মাস্ক-সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana