রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিল নলছিটি পরিবার

ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিল নলছিটি পরিবার

ঝালকাঠি প্রতিনিধিঃ

যারা আমাকে ঈদে খাওয়ার জন্য সেমাই, চিনি, ছোলা, নুডুস, ট্যাংক দিয়েছেন আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক।

এই করোনায় আমাদের খবর কেউ রাখেনি। আপনাদের উপহার পেয়ে সন্তানদের সঙ্গে নিয়ে একবেলা ভালো খেতে পারবো।

ফেইসবুক গ্রুপ নলছিটি পরিবারের উদ্যোগে সোমবার (১০ মে) সকালো নলছিটি পরিবারের ঈদ সামগ্রী পেয়ে বিধবা রাশিদা বেগম এসব কথা বলেন।

পৌর এলাকার বৈচন্ডী গ্রামের দিনমজুর হানিফ আকন। স্ত্রী, ৩ সন্তান নিয়েই তার পরিবার।

এই পাঁচ সদস্যের সংসারও চলছে কোনোমতে চেয়েচিন্তে। নলছিটি পরিবারের ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।

উপজেলার সেওতা গ্রামের বিধবা সালেহা বেগম। ছেলে-মেয়েসহ চার সদস্যের সংসার। কিন্তু খোজ রাখেনা কেউই।তাই খেয়ে না খেয়ে দিনপাত করে।

মাঝেমধ্যে অন্যের বাড়িতে কাজ করে যা পান, তা দিয়েই চলছে সংসার।

অভাবের এই সময়ে নলছিটি পরিবারের উপহার পেয়ে বেজায় খুশি নলছিটি পরিবার সদস্যরা তাকে ঈদ উপহার দিলে তিনি বলছিলেন, ‘ঘরে তেমন খাবার নেই। তাই ঈদের কথা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু নলছিটি পরিবার এর ঈদ উপহার আমার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে। কী ভালো লাগছে!

নলছিটি পরিবার যেন বছরের পর বছর এভাবে মানুষরে দান করতে পারে, আল্লাহ হেগো হেই তওফিক দেউক। দোয়া করি, তাদের ঘরেও আল্লাহ যেন সারা বছর ঈদের আনন্দ দিয়ে রাখে। হানিফ আকন আর সালেহা ও রাশিদা বেগমের মতো নলছিটি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ দুইশতাধিক অসহায় মানুষ শনিবার সকালে ফেসবুক গ্রুপ নলছিটি পরিবারের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন।

উপহারসামগ্রী পেয়ে ভিক্ষুক ফাতেমা বেগম বলেন, ‘ করোনার ল্যাইগা মানুষের কাজকাম তেমন নাই। তাই ভিক্ষাও আগের মত দেয়না।পোলা-মাইয়া নিয়া কোনো রকম ডাল-ভাত খাইয়া সংসার চলতেছে। আপনাগো দেওয়া খাবার পাইয়া মনে হইতাছে এবারের ঈদটা ভালোই কাটব।

এই সহায়তা পেয়ে তারা সবাই যেমন খুশি, তেমনি নলছিটি পরিবারের সবাইকে প্রাণভরে দোয়া করেছেন। নলছিটি পরিবার মডারেটর হাসান আরেফিন বলেন, ‘আর্তমানবতার সেবায় নলছিটি পরিবার গ্রুপ সব সময় এগিয়ে। গত বছর করোনা শুরুর সময় সবার আগে নলছিটি পরিবার গ্রুপ এগিয়ে এসে অসহায়দের ঈদ উপহার দিয়েছে।শীতের সময় মানবতার দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া বৃক্ষরোপন, চিকিৎসা সেবায় ডিসকাউন্টট কার্ড সরবারহ, বেকারদের কর্মস্থানের সুযোগসৃষ্টিসহ জনকল্যানমুলক নানা কর্মসুচি বাস্তবায়ন করছে।

আজ আবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে নলছিটির জনগণের জন্য। এজন্য পরিবারের সদস্য ও নগদ অর্থদিয়ে সহায়তাকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। নলছিটি পরিবারে দানকারীদের মতো যদি সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসত, তবে আমাদের দেশে অভাব বলে কিছু থাকত না।

অপর মডারেটর ফয়সাল আব্দুল্লাহ বলেন, ‘নলছিটি পরিবার বারবার আমাদের উপজেলার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। অভাবী লোকগুলোর মুখে হাসি ফুটিয়ে চলেছে। আজ ঈদ উপহারে যেসব দিয়েছে, এ রকম খাদ্যসামগ্রী অভাবী এই মানুষগুলো অনেক দিন খায়নি। ঈদটা তাদের ভালোই যাবে। ধন্যবাদ নলছিটি পরিবার গ্রুপকে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ এডমিন মেহেদি হাসান, মডারেটর হাসান আরেফিন,তুহিন মিত্র, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন প্রমুখ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana