শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
‘সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় এক দিনের সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন। সমবায় অধিদপ্তরের অর্থায়নে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার ৫টি সমবায় সদস্যবৃন্দ এক দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।