বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ রোভিং সেমিনারের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইব্রাহিম আসাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জামাল হোসেন।