বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সিকদার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. আবদুল হালিম। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরি ও ক্রিড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্তার বিতরন।