শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ প্রহরায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জালালুর রহমান আকন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম জামাল, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন।
বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট নাসিমুল হাসান, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদল নেতা এ্যাডভোকেট আনিচুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমূল ইসলাম আলিম মুন্সী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদার দিপু, উপজেলা বিএনপি নেতা এ্যাডভোকেট তরিকুল ইসলাম, এ্যাডভোকেট সোহেল আকন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন গোলদার, মো. আব্দুল কুদ্দুস, মো. খলিলুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মো. শামসুল আলম, মো. আসাদুজ্জামান, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সফিকুল ইসলাম রাসেল সিকদার ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রকিবুল ইসলাম তুষার, সদস্য সচিব মো. আদনান আহম্মেদ রিয়ান প্রমূখ। সভাশেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।