বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের অধীনে উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে শিশু বিবাহ, জোড়পূর্বক বিবাহ ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিবেদন ও সারা প্রদান বিষয়ক বার্ষিক অগ্রগতির প্রতিফলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা এইচএম শাহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু সুরক্ষা স্পেশিয়ালিস্ট ক্যাথী হেভেন রুনা চিসিম, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশিয়ালিস্ট উম্মে আসমা খানম, আরডিএফ এর টিম ম্যানেজার রাকিবুল ইসলাম, আরডিএফ এর উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম প্রমুখ। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর বাস্তবায়ন করে।