বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২৮ অক্টোবার) সন্ধ্যায় বিষখালি নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় দুই জেলেকে জাল ও নৌকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান ২ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার আলতাফ খানের ছেলে মো. রিমন খান (১৮) ও একই এলাকার মো. শানু হাওলাদারের ছেলে স্বপন (২২)।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্গনে ৫ ধারায় উভয় জেলেকে এক বছর করে সাজা দেওয়া হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল করে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান পরিচালনা করে।