বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের একদিন পর নাসির উদ্দিন (৩০) নামের এ অটোচালকের হাত-পা বাঁধা শুকনো কলাগাছ দিয়ে ডাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর পাড় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে ওই অটোচালকের লাশ উদ্ধার করা হয়। নিহত নাসির উদ্দিন উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক।
পুলিশ ও তার স্বজনরা জানায়, গতকাল সোমবার দুপুরের খাবার খেয়ে অটো নিয়ে বাড়ী থেকে বের হয় নাসির। সন্ধ্যা সারে ৭টার সময় স্ত্রীকে ফোন দিয়ে জানায় বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে যাচ্ছে নাসির। বাড়ী ফিরতে দেরি হওয়ায় নাসিরের স্ত্রী তার মোবাইলে ফোন দেয়। তখন অপর প্রান্ত থেকে একজন বলেন, আমরা ছৈলারচর থেকে আমুয়া বন্দরে যাবো আসতে দেড়ি হবে। পরে রাতে বাড়ীতে না ফেরায় স্বজনরা থানায় জানান। এরপর পুলিশ এবং স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় তার লাঁশ পাওয়া যায় মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর পাড়ে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ভাই জসিম উদ্দিন তার নিখোঁজ ভাই নাসিরের বলে সনাক্ত করে।