মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদানের মাধ্য দিয়ে ‘বেগম রোকেয়া দিবস’ পালন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নাসরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমুখ।
এসময় সাথী রানী দাস ও মোসা. ফাহিমা আক্তারকে সফল উদ্যোক্তা হিসেবে ‘জয়িতা সম্মাননা’ প্রদান করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের প্রশিক্ষক হালিমা খাতুন অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আইজিএ প্রকল্পের প্রশিক্ষণার্থীরা অংশ নেয়।