বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ, কাঠালিয়া থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরাকারি, সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানরা তাদের সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একটি শোক র্যলি বের হয়। র্যলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়মে এসে শেষ হয়। র্যলিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
র্যলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযেদ্ধা ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বসার বাদশা, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদাক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম শাহিন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ও তার পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান ও কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগির।