শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা অধ্যাপক আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, থানা ইন্সপেক্টর (তদন্ত) এইচএম শাহিন, সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আবি আব্দুল্লাহ আহসান, সাবেক কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও ইত্তেফাক পাঠক মো. হুমায়ুন কবির, জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি ও ইত্তেফাক পাঠক মো. এনায়েত হোসেন খসরু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সহ সভাপতি মো. ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মো. মাসউদুল আলম, কাঠালিয়া বার্তার সম্পাদক মো. শহীদুল আলম।
সাংবাদিক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুল হক, বিশিষ্ট সমাজ সেবক মো. গোলাম মোস্তফা (বদু মুন্সী), বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মহসিন খান, সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মো. তুহিন সিকদার, উপজেলা অবসারপ্রাপ্ত সৈনিক ক্লাবের সাধারন সম্পাদক মো. খলিলুর রহমান, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাকিবুজ্জান সবুর, সাংবাদিক এইচএম নাসির উদ্দিন আকাশ, মো. সরোয়ার হোসেন, মো. মাছুম বিল্লাহ, মো. জাহিদুল ইসলাম, মো. মাছুম বিল্লাহ জুয়েল, ইত্তেফাক পেপার এজেন্ট মো. আনিচুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও উপজেলা ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।