রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মো. আবদুল মুমিন, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন প্রমূখ।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি উন্নত জাতের প্রানী প্রদর্শনের মাধ্যমে ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা তৈরি করা, বিজ্ঞান ভিত্তিক লালর পালন কৌশল অবহিত করার মাধ্যমে জন সাধরনের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চত করার লক্ষ্যে এর আয়োজন করে।