শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান শিশির দাস, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মিজানুর রহমান বশির, উপজেলা কৃষক লীগ সভাপতি মো. সেলিম মোল্লা প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. ছিদ্দিকুর রহমান।