শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের ব্যবস্থাপনায় ও শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় ছয় শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উদ্বোধক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. আতিকুর রহমান রুবেল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উপদ্রেষ্টা ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার। বক্তব্যে রাখেন, জাকির হোসেন খান প্রমুখ।
সভাশেষে উপজেলার ছয় শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।