রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে নাদিয়া আক্তার (২২) নামে এক গৃহবধুর আত্মহত্যায় মৃত্যু হয়েছে বলে জানাগেছে । পারিবারিক কলোহের জের ধরে গতকাল শুক্রবার দুুপুরে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় ওই গৃহবধু। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত নাদিয়া কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন কাঠালিয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী।
স্বজন ও স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক কলোহের জেরে নাদিয়া গত শুক্রবার দুুপুরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস বলেন, গৃহবধুর আত্মহত্যার ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।