বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ঈদ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পশ্চিম শৌলজালিয়া গ্রামের আমন ধানের ফাঁকা জমিতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ১৫টি দৌড়ের ঘোড়া নিয়ে অংশ নেয় প্রতিযোগিরা। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ মাঠের পাশে ভিড় জমায়। প্রতিযোগিতায় শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বজলুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সৈয়দ আব্দুল কাইউম, এইচএম নাসির উদ্দিন আকাশ, স্থানীয় ব্যবসায়ী মো. মোসারেফ হোসেনসহ আরও অনেকে।
ঘোড় দৌড় দেখতে আসা অনেকে বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুব ভালো লেগেছে। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে যায়। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলোই ভালো হয়।