রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের চারদিন পর তালগাছিয়া খালের সেন্টারের হাট সংলগ্ন স্থান আলতাজ বেগম (৪৫) নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫এপ্রিল) বিকেলে খালে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনকে জানালে তিনি পুলিশকে খবর দেয়।
পরে স্বজনরা এসে লাশ সনাক্ত করেন। আলতাহ বেগম কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের আবুল কালাম হাওলাদারের স্ত্রী।
কালাম জানান, স্ত্রী আলমতাজ বেগম দীর্ঘদিন যাবৎ মানুষিক ভারসম্যহীন ছিলেন। গত শুক্রবার(২এপ্রিল) সকালে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।