বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
“মা ইলিশ বাঁচলে পড়ে, ইলিশ আসবে জাল ভরে” প্রতিপাদ্যের মধ্যদিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ (০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর) উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ঝালকাঠির কাঠালিয়া উপজেলা টাষ্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে থানা পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ এর বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।