শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৯৯ ভ‚মি ও গৃহহীন পরিবার। আজ মঙ্গলবার বেলা ১১টায় এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তরের উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভ‚মি ও গৃহহীন পরিবারদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ইউপি সদস্য মো. হারুন অর রশিদ প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, বীমুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।