শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন মেঝ ভাই রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদার(৫৫) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই রুহুল আমিন (৫০)। গতকাল শুক্রবার রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লাঁশের ময়না তদন্ত হয়। নিহত রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারের সাথে তারই আপন ছোট ভাই রুহুল আমিনের সাথে পারিবারিক বিষয়ে জমিজমা নিয়ে তর্কবির্তক হয়। এর এক পর্যায় রুহুল আমিন (৫০) ধারলো দাও দিয়ে কুপিয়ে তার আপন মেঝ ভাই রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারকে (৫৫) কে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রানী বেগম জানান, গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যার দায়ে রুহুল আমিন যাবজ্জীবন সাজা ভোগ করে, কয়েক মাস পুর্বে জেল হাজত থেকে বের হয়। এরপর থেকেই ঘরে বসবাস ও জমাজমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্ধন্ধ চলছিল। এক পর্যায় শুক্রবার সন্ধ্যায় ধারালো দাও দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লাঁশের সুরাতহালের কাজ শেষে হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।