বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
ঝালকাঠির কাঁঠালিয়ার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে উপকূলীয় পরিবেশ সাংবাদিকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপকূলীয় এলাকার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গুলো আধুনিকায়ণ করে গড়ে তোলার দাবীতে ছৈলারচরের ইচ্ছে মঞ্চে গত সোমবার দিনবর এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
নৈসর্গিক সৌন্দর্য্যরে পসরা সাজিয়ে বসে আছে চরটি। এখানে পা রাখতেই কানে বাজবে শোঁ শোঁ শব্দ। মূলত বাতাসে ছৈলাপাতার নাচনে এমন শব্দ তৈরী হয়। মাঝেমধ্যে গর্জন করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে নদীর ঢেউ। সেই গর্জনের সঙ্গে পাখির কলকাকলি মিশে অন্যরকম এক আবহ সৃষ্টি করছে। সেই সৌন্দর্যের অপরুপ লীলাভুমিতে উপকূলের পরিবেশ সাংবাদিকদের এ মিলন মেলা।
সমকাল সুহৃদ সমাবেশ, পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ জনগুরুত্বপুর্ন আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন টুরিষ্ট পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যাক্তিত্ব ম,ম মোরশেদ, থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ণ অফিসার মো.কামরুল ইসলাম তালুকদার ও আইসিটি অফিসার অতনু কিশোর দাস মুন।
এতে বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম খালেদ (এসআই খালেদ) (দৈনিক কালেরকন্ঠ)। পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন (মানবজমিন), সাবেক সাধারন সম্পাদক অমল তালুকদার (ভোরের কাগজ) ইমাম হোসেন নাহিদ (সমকাল)।
ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিলন (এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক যুগান্তর)। সহসভাপতি রিয়াজ মাহমুদ মিঠু (ডেইলি অবজারভার), মো.ছগির হোসেন (দৈনিক সমকাল) ও আলআমিন আহম্মেদ (আজকের বরিশাল)।
মঠবাড়ীয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রোকনুজ্জামান শরীফ, রফিকুজ্জামান আবির (ইত্তেফাক সংবাদতা ও ৭১ টিভি) সাবেক সাধারন সম্পাদক দেবদাস মজুমদার (কালেরকন্ঠ) আবদুল হালিম দুলাল (ইনকিলাব), মেহেদী হাসান (জনকন্ঠ)।
বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম সিদ্দিকী (সমকাল) বর্তমান সভাপতি সাইদুল ইসলাম মন্টু (নিউনেশন) মহসিন খান (বাংলাদেশ টু-ডে) লায়ন শামীম সিকদার (যায়যায়দিন)।
বামনা প্রেস ক্লাবের নির্জরকান্তি দাস ননী (দৈনিক আমার সংবাদ) মনোতোষ হাওলাদার (কালেরকন্ঠ)।। শরনখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন (প্রতিদিনের বাংলাদেশ) সাধারন সম্পাদক মহিদুল ইসলাম (কালেরকন্ঠ) নজরুল ইসলাম (৭১ টিভি) মিজানুর রহমান (আমাদের সময়) শাওন হোসেন (কালবেলা)।
কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার (নয়াদিগন্ত) হাফেজ মাসুম বিল্লাহ (ইনকিলাব) নুরুল হুদা বাবু (ভোরের কাগজ) রফিকুল ইসলাম ( মানবকন্ঠ)।
রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা (সমকাল চ্যানেল ২৪), আলমগীর হোসেন শরীফ।
কাঁঠালিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল আলম (জিটিভি ও যুগান্তর) অধ্যাপক মো.হালিম (ইত্তেফাক) নাসির উদ্দিন (ভোরের কাগজ), যুগ্ম সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন সিকদার (নবঅভিযান)।
বাংলাদেশ নদী বন্ধু সমাজ কেন্দ্রিয় কমিটির সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ^াস, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও লেখক মো.আলমগীর হোসেন খান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল, সংরক্ষিত নারী সদস্য বাউল সালমা ও ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি) ভাইস প্রেসিডেন্ট মাহবুল হক খোকন মৃধা প্রমূখ।
পরিবেশ উন্নয়ণ বিষয়ক সেমিনারে বক্তরা উপকূলীয় উন্নয়ণ বোর্ড গঠন ও ছৈলারচরকে পর্যটন কেন্দ্র ঘোষনার দাবী জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সমকাল সাংবাদিক ফারুক হোসেন খান।
এ কর্মসূচীতে উপকূলীয় জেলা ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও বাগেরহাট অঞ্চলের শতাধিক পরিবেশ সচেতন সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।