রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ‘কমিউনিটি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাকক্ষে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে এ “কমিউনিটি ডায়ালগ” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজলের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মো. ফারুক হোসেন খান এর সঞ্চালয়নায় বক্তব্য রাখেন, কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা আব্দুল হালিম, মোঃ খাইরুর আমিন ছগির, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, মোঃ সরোয়ার সিকদার, মোঃ জাকির হোসেন, সাংবাদিক মোঃ সাকিবুজ্জামান সবুর, এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ছালে মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ মনিরুজ্জামান মনির সিকদার, মোঃ আবুল কালাম শরীফ, সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অমিত হাসান তুহিন সিকদারসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে সাবেক জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপুর ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত সবাইকে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।