বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
সহিংসতা প্রতিরোধে সম্প্রীতির বন্ধনে আমরা শীর্ষক মতবিনিময় সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পিস ফ্যাসিলেটর গ্রুপ ( পিএফজি) কাঠালিয়া ও ঝালকাঠি সদর উপজেলা শাখার আয়োজনে দিনভর উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরকে পরিচিতি করণ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক (প্যান) বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা সুজন সম্পাদক মোঃ মঈন তালুকদার, কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ জালালুর রহমান আকন্দ, দি -হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, প্যান যুগ্ম কো-অর্ডিনেটর ও ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর নাসিমা কামাল, কাঠালিয়া উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম তালুকদার, উপজেলা খাদ্য কর্মকর্তা মুহাম্মদ হেমায়েত উদ্দিন, উপজেলা ফরেস্টার আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, সাখাওয়াত হোসেন অপু, সাইদুর রহমান সেন্টু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ করিম লাভলু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, প্যান অ্যাম্বাসেডর অ্যাডভোকেট মিজানুর রহমান মুভিন, ঝালকাঠি সদর উপজেলা সুজন সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, এডভোকেট মুশফিকুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগ নেত্রী সালমা বেগম, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও নারীনেত্রী নাজমিন আক্তার তুলি, জেলা সুজন সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদ, কাঠালিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হাসিব ভুট্টো, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান নিশাত, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ হাবিবুর রহমান মাস্টার , জেলা আওয়ামী লীগ নেতা নাজমা আক্তার, বিশিষ্ট সাংবাদিক বিটিভি প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মোঃ আব্দুল হালিম, যুগান্তর ও চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি মোহাম্মদ আক্কাস সিকদার, বাংলাভিশন জেলা প্রতিনিধি মাসুদুল আলম, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ও এনটিভি স্টাফ রিপোর্টার কে এম সবুজ, কালের কণ্ঠ আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, সমকাল বেতাগী (বরগুনা) প্রতিনিধি ও সম্পাদক সাপ্তাহিক বিষখালী আব্দুস সালাম সিদ্দিকী, ডেইলি অবজারভার ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি রিয়াজ মাহমুদ মিঠু, সমকাল ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি মুহাম্মদ সগীর হোসেন, কালের কণ্ঠ বামনা (বরগুনা) প্রতিনিধি মনোতোষ সমাদ্দার, দৈনিক আমাদের সময় বামনা (বরগুনা) প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমাদের সময় কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি মোহাম্মদ মহসিন খান, মোহাম্মদ সরোয়ার সিকদার, খোলা কাগজ কাঠালিয়া প্রতিনিধি মাসুম জুয়েল, দৈনিক জনতা ও দৈনিক শতকন্ঠ কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি ইশরাত জাহান রুমা ও সাদিয়া জাহানসহ পিএফজি সদস্যরা।বনভোজনে বিভিন্ন ধরনের খেলা ধুলা,কুউজ প্রতিযোগিতা, রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।