শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এসএম সাজ্জাদ হোসাইন, ঝালকাঠি জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মাহমুদ হোসেন পারভেজ। সভায় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার সভাপতিত্ব করেন।
কাঠালিয়া থানার আয়োজন এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক নয়ন বালাসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।