শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় একটি ডাকাতি মামলার সন্দেহভাজন দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলার বলতলা গ্রামের মোদাচ্ছের আকনের ছেলে আলআমিন আকন (৩০) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মইনুল হোসেন (২৮)।
থানার ওসি (তদন্ত) সমির কুমার দাস জানান, গ্রেফতারকৃত আলআমিন ও মইনুল হোসেন উপজেলার বলতলা গ্রামের কার্তিক ডাক্তারের ঘরে ডাকাতির মামলার সন্দেহভাজন আসামী। তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।
আরও পড়ুন : কাঠালিয়ায় ডোবায় মিলল নারীর মর’দেহ