রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

কাঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ

কাঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল রোববার (৯ জুন) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে উপজেলার ৪০ ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন নির্বাচনে দায়িত্বরত ৪০টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণের স্বচ্ছ ভ্যালট বাক্স, নির্বাচনের কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেন।

এ উপজেলায় মোট কেন্দ্র ৪০টি এবং ভোট কক্ষের সংখ্যা ২৬৩টি। মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৯৬২ জন, নারী ভোটার ৪৬ হাজার ৮২৭জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ০২ জন। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

উল্লেখ্য, গত ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমেলের কারণে স্থগিত করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana