সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা

কাঠালিয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে দুই জেলেকে জরিমানা, মাছ ও জাল জব্দ

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ড্রেজার মালিক ও এক চালককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার দুই মালিক ও চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।

এনডিসি মো. বশির গাজী বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদ পেয়ে মজিবুর রহমান, মো. উজ্জল ও জসিম নামে তিন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে জানালে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana