সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ড্রেজার মালিক ও এক চালককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার দুই মালিক ও চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।
এনডিসি মো. বশির গাজী বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদ পেয়ে মজিবুর রহমান, মো. উজ্জল ও জসিম নামে তিন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে জানালে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।