রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
হলফনামায় মিথ্যা ও ভুল তথ্য দেয়ার পরও ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেনের প্রার্থীতা রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বর্তমান মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের জেলা প্রশাসকের কাছে আপিল খারিজ করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আপীল শুনানী শেষে আবেদন খারিজ করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। আপীলকারী আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু শুনানীতে অংশ নেন।
স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন এসময় উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ লিয়াকত আলী তালুকদারের পক্ষে রবিবার আপিল দায়ের করেন তাঁর আইনজীবী পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু।
দায়েরকৃত আপিল সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার জন্য গত ১৭ মার্চ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার। পরের দিন মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত, সাবেক মেয়র আফজাল হোসেন রানা। গত ১৯ মার্চ যাচাই বাছাইয়ের দিন আফজাল হোসেন রানার দাখিলকৃত হলফনামায় অনেক ভুল এবং মিথ্যা তথ্য রয়েছে লিখিতভাবে দাবি করে তার মনেয়নপত্র বাতিলের দাবি জানান লিয়াকত আলী তালুকদার।
আফজাল হোসেন জানান, রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া মনোনয়নপত্রের সকল কাগজপত্র সঠিকভাবেই পুরন করে জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী সোমবার বিকেলে আপীল আবেদনের শুনানীতে যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। সুষ্ঠ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশা করেন তিনি।
জেলা প্রশাসক ও পৌরসভা নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মো. জোহর আলী বলেন, সোমবার আপিলের শুনানীতে সকলের বক্তব্য শুনে এবং কাগজপত্র যাচাই বাছাই করে কোন ত্রæটি না থাকায় মেয়র প্রার্থী আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।