সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আমির হোসেন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ২ আগাষ্ট রাতে রাজাপুর থানার দু’জন উপ পরিদর্শক সঞ্জীব কুমার এবং হেলাল’র নেতৃত্বে চট্রগাম ইপিজেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমির হোসেনকে গ্রেফতার কাজে চট্রগ্রাম ইপিজেড থানা পুলিশ তাদেরকে সহযোগীতা করেছে।
রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার বলন, ২০১৮ সালে আমির হোসেন ১৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে পালিয়ে যায়। এ মামলায় তার ১০ বছরের সাঁজা এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত।
আরও পড়ুন : ঝালকাঠিতে পানি বৃদ্ধিতে নদী ভাঙনে বসতঘরসহ রাস্তা ও গাছপালা বিলীন
পুলিশ আরো জানায়, আদালতের রায় ঘোষনার পর থেকে ৫ বছর মাদক কারবারী আমির হোসেন পালিয়ে বেড়ায়। এতোদিন চট্রগ্রামের ইপিজেড থানা এলাকার কবরস্থান গলিতে চটপটির দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মাদক মামলার পলাতক আসামি মো. আমির হোসেনকে চট্রগ্রামের ইপিজেড থানা থেকে গ্রেফতার করে রাজাপুরে আনা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।