সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
সারাদেশে বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। বরিবার সকাল সাড়ে ১০ টায় শহরের ফায়ার সার্ভিস মোর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার।
বক্তারা বলেন,‘ বিএনপি সারাদেশে দেশে আগুন সন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এদেশের শান্তি প্রিয় মানুষ তা মানবে না। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে প্রতিহত করতে রাজ পথে থাকব। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর অংগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।