সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গ্রুপ ভিত্তিক সহ পাঠ্যক্রম ও সাংস্তৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনায়ারুল আজিম, উপজেলা সহকারী প্রোগ্রামার(আইসিটি) অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইমলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।