বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সন্তান কমান্ড সদস্যদের সম্মানা হিসেবে প্রতীক ব্যাজ প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে স্থানীয় বীব মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দীন সিকদার বাচ্ছুর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৮৫জন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে মুক্তিযোদ্ধা প্রতীক ব্যাজ ও ফিতাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজুলুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা সালেহ মো. মোহাজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার ও বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাবেক জেলা পরিষদ মো. শাখাওয়াত হোসেন অপু প্রমূখ উপস্থিত ছিলেন।