বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে নদীতে পরে দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ধানসিঁড়ি নদীতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো মো. আমানুল্লাাহ (১২) ও তার ভাই মো. অব্দুল্লাাহ (১০)। এরা ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের দিন মজুর মো. সুমন হোসেন এর ছেলে। নিহত মো. আমানুল্লাাহ ও তার ভাই মো. অব্দুল্লাাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতিয় শ্রেনীতে লেখা পড়া করত।
স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সকলের অগোচরে বাড়ির পাসের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ী না ফিরলে পরিবারের লোকজন তাদের খোজাঁখুজি শুরু করে। পরে নদীতে ভাষতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষনা করেন। দুই ভাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝালকাঠি সদর থানায় ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে দাফন করার প্রস্তুতি চলছে।