শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বাী (১৮) নামের এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামে ঘটনা ঘটে। রাব্বী রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে দিনমজুর রাব্বী তাদের নতুন বাড়ীতে রোপনকৃত গাছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা রাব্বী’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানার এসআই অচিন্ত্য কুমার পাল জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।